গলে দ্বিতীয় ইনিংসেও শান্তর শতক, জয়ের লক্ষ্যে ইনিংস ঘোষণা বাংলাদেশের
প্রকাশিত: ২১ জুন ২০২৫, ১৬:০২

গলের ব্যাটার-সহায়ক পিচে প্রথম চারদিন বলার মতো কিছু না ঘটলেও পঞ্চম দিনে এসে পুরো ম্যাচের রাশ হাতে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত অপরাজিত ১২৫ রানের ইনিংসের ওপর ভর করে টাইগাররা ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে এবং লঙ্কানদের সামনে ছুড়ে দেয় ২৯৬ রানের বড় লক্ষ্য—যেখানে সময় মাত্র ৩৭ ওভার!
প্রথম ইনিংসেও শান্ত খেলেছিলেন ১৪৮ রানের দৃষ্টিনন্দন ইনিংস। দ্বিতীয় ইনিংসেও সেই আত্মবিশ্বাসই মেলে ধরেন। ১৯৯ বল মোকাবেলায় ৯টি চার ও ৩টি ছক্কায় সাজানো ছিল শান্তর ইনিংসটি। একই টেস্টে দুই ইনিংসে শতক করা ব্যাটারদের তালিকায় জায়গা করে নিলেন তিনি, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক বিরল অর্জন। অধিনায়ক হিসেবে এমন ইনিংস নিঃসন্দেহে তাকে নিয়ে যাবে সম্মানের এক নতুন উচ্চতায়।
শান্ত ছাড়াও দ্বিতীয় ইনিংসে অবদান রেখেছেন ওপেনার সাদমান ইসলাম (৭৬), অভিজ্ঞ মুশফিকুর রহিম (৪৯) ও মমিনুল হক (১৪)। যদিও দ্রুত রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলার কৌশল পুরোপুরি কাজে লাগাতে পারেনি টাইগাররা।
এখন ম্যাচ এমন এক মোড় নিয়েছে, যেখানে ড্রই বেশি সম্ভাব্য ফলাফল। মাত্র ৩৭ ওভারে ২৯৬ রান তাড়া করা যেকোনো দলের জন্যই প্রায় অসম্ভব, বিশেষ করে এমন উইকেটে যেখানে চতুর্থ দিনের পর থেকেই স্পিনাররা পাচ্ছেন বাড়তি টার্ন।
তবে বাংলাদেশের বোলিং ইউনিটের হাতে রয়েছে যথেষ্ট অস্ত্র—নাঈম হাসান, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ যদি শুরুতেই চাপ সৃষ্টি করতে পারেন, তাহলে গলে হতে পারে এক ঐতিহাসিক জয়। এই টেস্ট জিতলে গলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় তো হবেই, সঙ্গে অধিনায়ক শান্তর নেতৃত্বে শুরু হবে নতুন এক টেস্ট অধ্যায়।
টিডিডি/ এএইচআর