‘বিএনপির নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে যাচ্ছে’
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫, ১৯:৫৪

বাকশালের পরিবর্তে জিয়াউর রহমান গণতন্ত্র এনেছিলেন। এরপর সামরিক স্বৈরশাসনের বিপরীতে খালেদা জিয়া গণতন্ত্র রচনা করেছিলেন। এবারও ফ্যাসিবাদকে সরিয়ে বিএনপির নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ শুক্রবার (১৫ আগস্ট) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। এসময় মিলাদ ও কোরআন খতমের পর বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়াকে বারবার জেলে যেতে হয়েছে। দণ্ড দিয়ে তাকে নির্জন কারাগারে রাখা হয়েছিল। ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছিল। কিন্তু আল্লাহ যাকে রাখেন তাকে মারার ক্ষ্মতা কারও নেই।
তিনি বলেন, জনগণের মন জয় করার চেষ্টা করতে হবে। জনগণ অসন্তুষ্ট বা ভীতসন্ত্রস্ত হয় এমন কিছু করা যাবে না।
এর আগে এক বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ঢাকাসহ দেশের সব জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকদের দলের চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।