সিলেটের কলাবাড়িতে মাটি চাপা দেওয়া বিপুল পাথর উদ্ধার

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫, ১৬:৪০

Thumbnail
ছবি: সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় বালু-মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ পাথর উদ্ধার করেছে যৌথবাহিনী। শুক্রবার (১৫ আগস্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব পাথর জব্দ করা হয়। এগুলো সাদা পাথর ও আশপাশের এলাকা থেকে লুট করে আনা হয়েছিল বলে জানা গেছে।
 
গত বুধবার থেকে সাদা পাথর এলাকায় শুরু হওয়া অভিযানে শতাধিক পাথরবোঝাই ট্রাক জব্দ হয়েছে। উদ্ধারকৃত পাথর ভোলাগঞ্জের সাদা পাথরে প্রতিস্থাপন করা হচ্ছে। অভিযানের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, অধিকাংশ ক্রাশার মিল বন্ধ এবং অনেক মালিক ও ব্যবসায়ী পলাতক।
 
প্রশাসনের তথ্য অনুযায়ী, কোম্পানীগঞ্জের শতাধিক স্থানে লুটের পাথর মাটি চাপা অবস্থায় রয়েছে। এমনকি বাসাবাড়ি ও রান্নাঘরের পেছনেও পাথর লুকানোর চেষ্টা করছে লুটেরা চক্র। স্থানীয়দের অভিযোগ, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই সাদা পাথর এলাকায় ব্যাপক লুটপাট শুরু হয়, যাতে স্থানীয় সব দলের নেতারা জড়িত।
 
বিএনপির ১৬ জন নেতার নেতৃত্বে পাথর লুটের অভিযোগ রয়েছে, পাশাপাশি আওয়ামী লীগেরও একাধিক নেতা এতে যুক্ত। ইতোমধ্যে বিএনপি নেতা ও পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন গ্রেপ্তার হয়েছেন এবং উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের পদ স্থগিত হয়েছে।
 
এ প্রেক্ষাপটে হাইকোর্ট সাত দিনের মধ্যে লুট হওয়া পাথর উদ্ধার ও প্রতিস্থাপন এবং জড়িতদের তালিকা আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। রিটটি করে মানবাধিকার সংগঠন এইচআরপিবি।