বাউফল থানা হাজতে আসামির আত্মহত্যার চেষ্টা, সিসি ক্যামেরায় টের পেয়ে উদ্ধার

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫, ১৪:৩৩

Thumbnail
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর বাউফল থানা হাজতে কম্বল ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক আসামি। সিসি ক্যামেরায় বিষয়টি ধরা পড়লে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে।
 
ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে। আসামি রাকিব সিকদার (২০) বাউফল পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের সাহাবুদ্দিন সিকদারের ছেলে।
 
পুলিশ জানায়, পৌর শহরের চন্দ্রপাড়া সড়কের এনামুল হকের বাড়িতে চুরির অভিযোগে বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে রাকিবকে আটক করে থানায় আনা হয় এবং হাজতে রাখা হয়।
 
ডিউটিরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহীন হাওলাদার গণমাধ্যমকে বলেন, রাত ৯টার দিকে সিসি ক্যামেরায় দেখা যায়, রাকিব কম্বল ছিঁড়ে হাজতের গ্রিলে ফাঁস দেওয়ার চেষ্টা করছে। তাৎক্ষণিকভাবে অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে দরজা খুলে তাকে উদ্ধার করা হয়।
 
রাকিব গণমাধ্যমকে জানান, ‘আমাকে যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, তা মিথ্যা। এলাকার কয়েকজন আমাকে ডেকে নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। এই অপবাদ আমি সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছি।’
 
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার গণমাধ্যমকে বলেন, চুরির অভিযোগে আটক রাকিবকে শুক্রবার আদালতে পাঠানোর কথা ছিল। তবে আত্মহত্যার চেষ্টার পর তাকে ডিউটি অফিসারের কক্ষে রাখা হয়েছে।