সিলেটে সাদাপাথর লুটপাটের ঘটনায় তদন্তে নেমেছে দুদক

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৫, ১৬:৫১

Thumbnail
ছবি: সংগৃহীত

সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্রে পাথর লুটপাটের ঘটনায় তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদকের নয় সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

সাদাপাথর এলাকায় গিয়ে তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং লুটপাট সংক্রান্ত বিভিন্ন তথ্য ও উপাত্ত সংগ্রহ করেন। দুদকের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও।

দুদক প্রতিনিধি দল জানিয়েছে, লুটপাটের ঘটনায় একটি বিস্তারিত তদন্ত প্রতিবেদন তৈরি করা হবে। যাদের বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তারা আরও বলেন, এমন ঘটনা প্রতিরোধে স্থানীয় প্রশাসনকে আরও সতর্ক ও সক্রিয় হওয়া উচিত ছিল।

এ বিষয়ে পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, গত এক বছরে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে, যার বাজারমূল্য ২ শত কোটি টাকারও বেশি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সাদাপাথর এলাকায় বিরামহীনভাবে পাথর উত্তোলন ও লুটপাট চলছে। এই লুটপাটের কারণে এক সময়ের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সাদাপাথর পর্যটন এলাকা এখন প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে।