সেই আরিফুলের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়ালো বিএনপি

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫, ১০:৫০

Thumbnail
রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন আরিফুল ইসলামের পাশে ‘আমরা বিএনপি পরিবার’/ছবি-সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক মা তার সন্তান আরিফুল ইসলামের চিকিৎসার জন্য নিজের জমি বিক্রি করে দিয়েছিলেন— এমন খবর পাওয়ার পর ‘আমরা বিএনপি পরিবার’ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।

এরই ধারাবাহিকতায়, আরিফুলের তিন মাসের চিকিৎসা শেষে ছুটি পরবর্তী ঔষধ ও পরবর্তী চিকিৎসার ব্যবস্থাপনা ঠিক করতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে এবং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিমের তত্ত্বাবধানে জেডআরএফের রিহ্যাবিলিটেশন কমিটি গতকাল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে উপস্থিত হয়।

সেখানে তারা অসহায় আরিফুল ইসলামের মাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মো. ফারুক আহমেদ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. এম আর হাসান, ডা. হাসিবুর রহমান, ডা. আদনান আহসান চৌধুরী, নাফিস বিন শামীম, নাজিউর নাঈম, শাহরিয়ার রহমান শাকিল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ মো. মোরসালিন খন্দকার অনিক, মো. মারুফ হাসান ও মো. খায়রুল ইসলাম শাওন প্রমুখ।

উল্লেখ্য, আরিফুল ইসলাম ২০২৩ সালে একটি দুর্ঘটনায় আহত হয়ে প্যারালাইজড হন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করা হয়েছে।