গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালনে রিজভী-মোর্শেদের নেতৃত্বে আহ্বায়ক কমিটি বিএনপির
প্রকাশিত: ১৯ জুন ২০২৫, ১৯:৪২

আগামী ৫ আগস্ট ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের’ বর্ষপূর্তি পালন করবে বিএনপি। এ উপলক্ষে ৫৮ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করেছে দলটি।
বৃহস্পতিবার (১৯ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএনপি। এতে জানানো হয়, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন—খায়রুল কবির খোকন, হাবিব ঊন-নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ড. মাহদী আমিন, সুলতান সালাহউদ্দিন টুকু, রকিবুল ইসলাম বকুল, কাজী ছাইয়েদুল আলম বাবুল, মাহবুবের রহমান শামীম, অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, আসাদুল হাবিব দুলু, জি কে গউস, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শরিফুল আলম, মিসেস শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, মাহমুদ হাসান খান বাবু, ব্যারিস্টার রুমিন ফারহানা, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, আতিকুর রহমান রুমন, রফিকুল আলম মজনু, আমিনুল হক ও তানভীর আহম্মেদ রবিন।
কমিটিতে আরও আছেন—মোস্তফা জামান, আব্দুল মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, কৃষিবিদ হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, এস এম জিলানী, রাজিব আহসান, মো. আব্দুস সাত্তার পাটোয়ারী, রাকিবুল ইসলাম রাকিব, নাছির উদ্দিন নাছির, আনোয়ার হোসাইন, নুরুল ইসলাম খান নাসিম, হেলাল খান, জাকির হোসেন রোকন, ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক খান, আবুল কালাম আজাদ, হাজী মজিবুর রহমান, আলহাজ্ব মাওলানা কাজী সেলিম রেজা, অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, প্রফেসর শামীমা সুলতানা লাকী, প্রফেসর নাহরীন খান, প্রফেসর তৌফিকুল ইসলাম মিথিল, প্রফেসর আব্দুল্লাহ আল-মামুন, আমিরুল ইসলাম কাগজী, সাঈদ আব্দুল্লাহ, এহসান মাহমুদ, সাঈদ খান ও কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
টিডিডি/ এএইচআর/