বিএনপি নেত্রী আফরোজা খান রিতাসহ ৭ জনের বিরুদ্ধে ৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫, ১৬:২৪

Thumbnail
ছবি: দ্যা ঢাকা ডায়েরি সম্পাদিত

আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে ৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মুন্নু সিরামিকসের চেয়ারম্যান আফরোজা খান রিতাসহ সাতজনের বিরুদ্ধে চারটি পৃথক মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১১ আগস্ট) দুদকের কমিশন সভায় মামলাগুলোর অনুমোদন দেওয়া হয়। শিগগিরই সংশ্লিষ্ট কর্মকর্তারা এগুলো দায়ের করবেন বলে জানা গেছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে কোনো রেকর্ডপত্র জমা না দিয়ে এবং বোর্ড সভায় উপস্থাপন ছাড়াই পরস্পরের যোগসাজশে প্রতিষ্ঠান থেকে সাড়ে ৮৬ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে আফরোজা খান রিতার পাশাপাশি রয়েছেন উত্তরা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাইন উদ্দিন, কাজী আরিফুজ্জামানসহ আরও তিনজন।