জামায়াত আমিরের হার্ট ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ২২:২৪

Thumbnail
ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি মেজর ব্লক ধরা পড়েছে। এনজিওগ্রাম পরীক্ষায় এসব ব্লক শনাক্ত হওয়ার পর এনজিওপ্লাস্টির বদলে জরুরি ভিত্তিতে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আজ বুধবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম। তিনি বলেন, ‘চিকিৎসকরা এনজিওপ্লাস্টির বদলে বাইপাস সার্জারির সিদ্ধান্ত দিয়েছেন। বর্তমানে তার সার্জারির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।’

তিনি আরও জানান, দেশের বাইরে চিকিৎসার পরামর্শ দেওয়া হলেও জামায়াত আমির তা নাকচ করে দেশেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

এর আগে, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত এক জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডা. শফিকুর রহমান। প্রথমবার পড়ে যাওয়ার কিছুক্ষণ পর নেতাকর্মীদের সহায়তায় তিনি আবার উঠে দাঁড়িয়ে বক্তব্য শুরু করলেও কয়েক মুহূর্ত পর দ্বিতীয়বারের মতো পড়ে যান। এরপর মঞ্চে বসেই কিছু সময় বক্তৃতা করেন তিনি।

সমাবেশের ঘটনার পর থেকে তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এনজিওগ্রামে তিনটি মেজর ব্লক ধরা পড়ায় চিকিৎসকেরা দ্রুত সার্জারির পরামর্শ দেন।