
অবিশ্বাস্যভাবে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার (২৯ জুলাই) ইংল্যান্ডের লেস্টারের গ্রেস রোডে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস ২০২৫-এর শেষ গ্রুপ ম্যাচে এমন লজ্জাজনক হারের মুখে পড়ে তারা।
তবে ম্যাচে সবচেয়ে আলোচিত বিষয় ছিল জন হেস্টিংসের একটি ওভার, যেটি ইতোমধ্যেই ‘ক্রিকেট ইতিহাসের অন্যতম বাজে ওভার’ হিসেবে আখ্যায়িত হয়েছে।
প্রাক্তন অস্ট্রেলিয়ান পেসার জন হেস্টিংস একসময় খেলেছেন একটি টেস্ট ও ৩৮টি সাদা বলের আন্তর্জাতিক ম্যাচ। কিন্তু মঙ্গলবারের ওই ম্যাচে তার নাম জড়িয়ে যায় এক বিব্রতকর রেকর্ডে। তিনি এক ওভারে দেন ১২টি ওয়াইড এবং একটি নো বল। পুরো ওভারে মাত্র ৫টি বৈধ বল করতে পারেন। পুরো ওভারটি ছিল ১৮ বলের, যেখানে খরচ হয় ১৯ রান।
অস্ট্রেলিয়ার ব্যাটিং-ইনিংস টিকেছিল মাত্র ১১.৫ ওভার, স্কোরবোর্ডে যোগ হয়েছিল মাত্র ৭৪ রান। ডাবল ফিগারে পৌঁছান কেবল বেন ডাঙ্ক (২৬), অতিরিক্ত রান (১১) এবং ক্যালাম ফার্গুসন (১০)। এরপর পাকিস্তানের রান তাড়ার অষ্টম ওভারে হেস্টিংসকে বল তুলে দেন অধিনায়ক ব্রেট লি।
হেস্টিংসের ওভার শুরু হয় অফ সাইডে টানা পাঁচটি ওয়াইড দিয়ে। এরপর দুইটি বৈধ বল করেন—একটিতে ডিপ পয়েন্টে সিঙ্গেল, অপরটিতে স্ট্রেট চার। এরপর দেন একটি নো বল, যেটি এমনিতেই ওয়াইড হতো। নো বলের ফ্রি হিটেও ছোড়েন আরেকটি ওয়াইড, এবার লেগ সাইডে। এরপর লেফট-হ্যান্ডার শারজিল খানের বিপক্ষে রাউন্ড দ্য উইকেট থেকে এক লেগ বাই দেন। তাতেও থেমে থাকেননি, সোহাইব মাকসুদের অফ স্টাম্পের অনেক বাইরের একটি ওয়াইড দেন। এরপর আবার দেন দুইটি বৈধ বল—একটিতে রান হয়নি, অন্যটিতে আসে একটি সিঙ্গেল। ওভারের শেষ দিকে আবার টানা পাঁচটি ওয়াইড দিয়ে ম্যাচ শেষ করে দেন হেস্টিংস।
ওভারের প্রথম তিনটি ওয়াইড ছিল লেগ সাইডে, এরপর ওভার দ্য উইকেটে ফিরে ছোড়েন দুটি অফ স্টাম্পের অনেক বাইরের ওয়াইড, যা প্রায় পিচের বাইরে চলে যায়। পাকিস্তানের দুই ওপেনার শারজিল খান (৩২*) এবং সোহাইব মাকসুদ (২৮*) প্রথমে হতবাক হয়ে যান, পরে হাস্যরসের মধ্যেই জয় নিশ্চিত করেন মাত্র ৮ ওভারে।
এইচটি।