বাকেরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করলেন বাবা-মা
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ২১:১১

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বাবা-মা। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাসান গাজী (২০) ওই গ্রামের বাসিন্দা। তার বাবা জাফর গাজী ও মা নাজমা বেগম (৩৮) ঘটনার পর নিজেই থানায় এসে হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
পুলিশ জানায়, হাসান গাজী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। টাকার জন্য প্রায়ই বাবা-মাকে চাপ দিত এবং না পেলে ঘরের জিনিসপত্র ভাঙচুর করত। ঘটনার দিনও টাকা না পেয়ে নিজ ঘরের আসবাবপত্র ভাঙচুর করে সে। তখন তার বাবা-মা বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে বাবা-মা মিলে তাকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। মাথা ও ঘাড়ে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই হাসান মারা যায়।
পরে জাফর গাজী ও নাজমা বেগম বাকেরগঞ্জ থানায় গিয়ে জানান, তারা তাদের ছেলেকে হত্যা করেছেন এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পুলিশ তাদের আটক করে ঘটনাস্থলে গিয়ে হাসানের মরদেহ উদ্ধার করে। এরপর মরদেহ বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে দম্পতির আত্মসমর্পণের পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
টিডিডি/ এএইচআর