পার্বতীপুরে যুবদল-এনসিপি সংঘর্ষে আহত ৬

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ২১:৩৯

Thumbnail
ছবি: দ্যা ঢাকা ডায়েরি সম্পাদিত
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে যুবদল ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। 
 
সোমবার (২৮ জুলাই) সকাল ৮টার দিকে আমবাড়ি হাট এলাকায় এ ঘটনা ঘটে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, আমবাড়ি হাটে ইজারাদার আনিসুর রহমানের প্রতিনিধি ও এনসিপি নেতা তারিকুল ইসলাম হাট পরিচালনার দায়িত্বে ছিলেন। এ সময় সেখানে মোস্তফাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবিদুর রহমান আবিদের অনুসারীদের সঙ্গে বচসা থেকে হাতাহাতি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
 
এনসিপির দাবি, যুবদলের ৪০-৫০ জন নেতাকর্মী তাদের ওপর হামলা চালায় এবং এতে তাদের প্রতিনিধি তারিকুল ইসলাম ও জোবায়দুল ইসলাম আহত হয়ে বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা অভিযোগ করেন, আমবাড়ি হাট থেকে প্রতি সপ্তাহে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে যুবদল, যা প্রত্যাখ্যান করায় এ হামলা হয়।
 
অন্যদিকে যুবদল নেতারা অভিযোগ করেন, হাটে অতিরিক্ত ইজারা মূল্য নেওয়ার প্রতিবাদ করতে গেলে এনসিপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে যুবদলের সিনিয়র সহসভাপতি রিয়াজুল ইসলাম হাজি, সাধারণ সম্পাদক আবিদুর রহমান আবিদ, ওয়ার্ড যুবদল নেতা গোলাম রব্বানী এবং স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আসাদুল হক আহত হন।
 
ঘটনার বিষয়ে আমবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আরিফ হোসেন গণমাধ্যমকে জানান, সকাল থেকেই উভয়পক্ষ হাটের দুই পাশে অবস্থান নেন এবং মাঝে মাঝে স্লোগান দেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে সরিয়ে দেয়। সংঘর্ষে ছয়জন আহত হন বলে তিনি জানান।
এ ঘটনার পর সোমবার দুপুর ১টায় আমবাড়ি ডিগ্রি কলেজ গেটের সামনে এনসিপি প্রতিনিধি এবং হাট ইজারাদারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মানববন্ধন করে যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।
 
 
টিডিডি/ এএইচআর