‘ওবায়দুল কাদেরকে যুবদল সেক্রেটারি পালাতে সহায়তা করেছে’- মন্তব্য করা বহিষ্কৃত নেতা আটক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ২১:০৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহায়তা করা হয়েছিল যুবদল সেক্রেটারি—এমন বিতর্কিত মন্তব্য করা যশোরের বহিষ্কৃত যুবদল নেতা ইস্কান্দার আলী জনিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে ঢাকার খিলক্ষেতের দক্ষিণ নামাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যশোর জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক ভূঁইয়া।
৪২ বছর বয়সী জনি যশোর জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে তাকে আগেই বহিষ্কার করা হয়।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে জনি দাবি করেন, যশোর সেনানিবাসে অবস্থানকালে ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহায়তা করেছিলেন তৎকালীন যুবদল নেতা আনসারুল হক। এ বক্তব্যের পর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়।
এছাড়া জনির বিরুদ্ধে চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলা রয়েছে। যশোর জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলামের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং বিএনপির বিভিন্ন নেতার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুৎসা রটনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে অভিযান চালানো হয়। শনিবার (২৬ জুলাই) সকালে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৮ জানুয়ারি সামাজিক মাধ্যমে আলোচিত স্ট্যাটাস দিয়ে শুরু হয় জনির বিতর্কিত কার্যক্রম। লাইভে এসে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে তিনি ফের আলোচনায় আসেন। তবে যশোর বিএনপি ও যুবদলের নেতারা তার দাবিকে 'ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত' বলে নাকচ করে দিয়েছেন।
টিডিডি/ এএইচআর