কঠিন কন্ডিশনে কেমন ব্যাটিং-বোলিং করতে হয়, সেটা শিখিয়েছে লিটনরা: রমিজ রাজা

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫, ২০:০১

Thumbnail
ছবি: সংগৃহীত

এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের কাছে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হারলো পাকিস্তান। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ রানে জয় পেয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

এই হারের পর দলকে একহাত নিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’-এ তিনি বলেন, “ম্যাচ এবং সিরিজ—দুটোই হারিয়েছে পাকিস্তান। বাংলাদেশকে অনেক অভিনন্দন। কঠিন কন্ডিশনে কেমন ব্যাটিং-বোলিং করতে হয়, সেটা শিখিয়েছে লিটনরা।”

১৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান শুরুতেই চাপে পড়ে যায়। মাত্র ৬ ওভারের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলে দলটি। শেষদিকে ফাহিম আশরাফ ৩২ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলে আশা জাগিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি তিনি।

রমিজ বলেন, “শেষ দিকে বাংলাদেশ কয়েকটি ক্যাচ মিস করেছে। ফাহিম যদি শেষ পর্যন্ত টিকে থাকতেন, তাহলে ফল ভিন্ন হতে পারত। কিন্তু পাকিস্তান নিজেরাই নিজেদের জন্য কাজটা কঠিন করে তুলেছে। শুরুর সেই বিপর্যয়ই মূল পার্থক্য গড়ে দেয়।”

বাংলাদেশ দলের মনোভাব ও গ্যালারির উচ্ছ্বাস নিয়েও কথা বলেন রমিজ। “পুরো গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ, খেলোয়াড়দের মধ্যে ছিল স্পষ্ট আত্মবিশ্বাস। বিশেষ করে জাকের আলীর ইনিংসটা ছিল অসাধারণ।’’

আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুরেই অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। সেই ম্যাচে জয় পেলে তিন ফরম্যাটেই পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করবে বাংলাদেশ।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে ওয়ানডে সিরিজে ও ২০২৪ সালে টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করেছিল টাইগাররা।

টিডিডি/ এএইচআর