বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ৫০ লক্ষ টাকা দেবে জামায়াত  

প্রকাশিত: ২২ জুলাই ২০২৫, ১৭:০১

Thumbnail
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎিসার জন্য ৫০ লক্ষ টাকা সহায়তা দেবে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

মঙ্গলবার (২২ জুলাই) ফেসবুকে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান নিজস্ব আইডিতে এক পোস্টে এসব তথ্য জানান।

ওই পোস্টে তিনি লিখেছেন, উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে, ইনশাআল্লাহ।

এসময় তিনি আহতদের চিকিৎসায় দেশের সকল চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আল্লাহ তা'য়ালা আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দিন এবং কবুল করুন। আমিন।

টিডিডি/ এএইচআর