ছাত্রাবাস থেকে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ২১:২৯

বগুড়ার সেউজগাড়ির একটি ছাত্রাবাস থেকে মোহাম্মদ তারিকুল ইসলাম তোহা (১৮) নামে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) দুপুরে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
তারিকুল ইসলাম তোহা বগুড়ার গাবতলী উপজেলার সোলার তাহির গ্রামের মোহাম্মদ মনিরুজ্জামানের ছেলে। তিনি করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সেউজগাড়ী পালপাড়া এলাকায় একটি ছাত্রাবাসে থেকে পড়াশোনা করছিলেন তোহা। সোমবার দুপুর পর্যন্ত রুম বন্ধ থাকায় সন্দেহ হলে অন্য শিক্ষার্থীরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তার বন্ধুরা জানান, তোহা প্রেমঘটিত কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। কয়েকদিন ধরে প্রেমিকার সঙ্গে মনোমালিন্য চলছিল। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মোবাইলে প্রেমিকার সঙ্গে ঝগড়া হয়। এরপর রুমের দরজা বন্ধ করে ওড়না ও গেঞ্জি দিয়ে গলায় ফাঁস দেন।
এর আগে তিনি আত্মহত্যার প্রস্তুতির ছবি চাচাতো ভাইকে মেসেঞ্জারে পাঠান এবং ফোনে আত্মহত্যার কথা জানান। বিষয়টি জানাজানি হলে ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা গিয়ে দরজা ভাঙার চেষ্টা করেন। জানালা দিয়ে তারা মরদেহ দেখতে পান। তারপর পুলিশ এসে মরদেহ নামিয়ে মর্গে পাঠায়।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
টিডিডি/ এএইচআর