চিকিৎসা শেষে বাসায় ফিরছেন জামায়াতে আমির

প্রকাশিত: ২০ জুলাই ২০২৫, ০০:২৭

Thumbnail
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা শেষে বাসার উদ্দেশ্যে রওয়ানা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে তিনি হাসপাতাল থেকে হেঁটে বের হন।

এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, 'জাতির জন্য মনের কথাগুলো আল্লাহর ইচ্ছায় পুরো বলতে পারিনি। যারা অসুস্থতার জন্য উদ্বেগ জানিয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাকে দিয়ে দেশ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। লড়াইয়ের মাধ্যমে দুর্নীতি বিতাড়িত করতে হবে। এটা সকল দলের জন্য প্রয়োজন। দেশ দুর্নীতি মুক্ত না হলে কোনো কিছুই সঠিকভাবে সম্ভব হবে না।'

এদিকে জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

এইচটি।