ফ্যাক্টচেক: পর্ন ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তি জামায়াত নেতা নয় পাকিস্তানি যুবক

প্রকাশিত: ১২ জুন ২০২৫, ১৯:০১

Thumbnail
সংগৃহিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পর্নোগ্রাফিক ভিডিও ভাইরাল করে দাবি করা হচ্ছে, এতে দৃশ্যমান যুবক নোয়াখালীর কবিরহাট উপজেলার জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতা। কিন্তু অনুসন্ধানে জানা গেছে, এটি একটি বিভ্রান্তিমূলক প্রচারণা। ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, তিনি পাকিস্তানি এক যুবক। 

সম্প্রতি ফেসবুক ও কয়েকটি রাজনৈতিক পেজে একটি কয়েক সেকেন্ডের অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ে, যার ক্যাপশনে বলা হয়, "বাংলাদেশ জামায়াতে ইসলাম নোয়াখালীর কবিরহাট ধানসিড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমির আবুল কালাম রুবেল মাস্টার"।

তবে এই দাবির সত্যতা যাচাই করতে গিয়ে সাংবাদিক ও ফ্যাক্টচেকার কদরুদ্দিন শিশির দেখতে পান, ভিডিওটি আসলে চার বছর আগে একটি পর্নোগ্রাফি সাইটে প্রকাশিত হয়েছিল, যার শিরোনামে এটিকে "পাকিস্তানি এক যুগলের ভিডিও" হিসেবে উল্লেখ করা হয়। ভিডিওটির আসল দৈর্ঘ্য ২ মিনিট ১১ সেকেন্ড এবং এতে কোনোভাবেই বাংলাদেশ কিংবা আবুল কালাম রুবেল মাস্টারের সঙ্গে সম্পর্কিত কিছু নেই।

কদরুদ্দিন শিশির তার পোস্টে জানিয়েছেন অনলাইনে অনুসন্ধান করে দেখা গেছে, "আবুল কালাম রুবেল মাস্টার" নামে এক ব্যক্তির দুটি ফেসবুক পেজ আছে, যার ঠিকানা নোয়াখালীর কবিরহাট ধানসিড়ি ইউনিয়ন। ফেসবুক পেইজে দেয়া নম্বরে যোগাযোগ করলে তিনি জানান, বহু বছর ধরেই তিনি মধ্যপ্রাচ্যে বসবাস করছেন এবং বাংলাদেশে জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক পদে কখনোই ছিলেন না।

এছাড়াও, ফেসবুকে পাওয়া তার ছবি ও ভিডিওতে দৃশ্যমান যুবকের মধ্যে চেহারাগতভাবে কোনো ধরনের মিল নেই বলেও তিনি উল্লেখ করেন। তাদের দুজনের বয়সেরও বেশ পার্থক্য রয়েছে। ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তি যুবক। অন্যদিকে প্রবাসী ব্যক্তি মধ্য বয়সী(পঞ্চাশোর্ধ্ব)।

আরও পড়ুন