জামায়াতের জাতীয় সমাবেশ চিকিৎসা সেবা দিচ্ছে এনডিএফ

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ১৪:৫১

Thumbnail
ছবি: দ্যা ঢাকা ডায়েরি।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সম্মেলনে আগত নেতাকর্মীদের সুবিধার্থে চিকিৎসা সেবা প্রদান করছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

শনিবার (১৯ জুলাই) সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় এনডিএফ-এর পক্ষ থেকে স্থাপিত মেডিকেল ক্যাম্পে ভিড় জমিয়েছেন দলটির নেতাকর্মীরা। সম্মেলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মীর জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

এনডিএফ-এর চিকিৎসা কেন্দ্রগুলোতে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে রয়েছে প্রাথমিক চিকিৎসা, রক্তচাপ ও ডায়াবেটিস পরিমাপ এবং গরমের কারণে সৃষ্ট পানিশূন্যতা রোধে স্যালাইন প্রদান।

এ ছাড়া, হিটস্ট্রোক বা অন্য কোনো তাৎক্ষণিক স্বাস্থ্যঝুঁকি মোকাবেলার জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে। মেডিকেল বুথে থাকা কর্মীরা জানিয়েছেন, অতিরিক্ত গরমের কারণে যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে, তাই আগতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা এই ক্যাম্প পরিচালনা করছেন। জরুরি পরিস্থিতির জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রাখা হয়েছে বলে তারা জানান।

উল্লেখ্য, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত একটি পেশাজীবী সংগঠন। সংগঠনটি বিভিন্ন সময়ে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পসহ নানা ধরনের স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

এইচই/এইচটি।