তিন অধিনায়কের যুগে বাংলাদেশ ক্রিকেট, ওয়ানডের নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ

প্রকাশিত: ১২ জুন ২০২৫, ১৮:০৫

Thumbnail
সংগৃহিত

বাংলাদেশ ক্রিকেটে শুরু হচ্ছে নতুন এক অধ্যায়—তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগ। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে দলেও পরিবর্তন এসেছে নেতৃত্বে। দায়িত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত, আর নতুন অধিনায়ক হিসেবে এক বছরের জন্য দায়িত্ব পাচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বছরের জন্য তাকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার(১২জুন) এক জুম মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, খবর দৈনিক কালবেলার।

গণমাধ্যমটি এক বোর্ড কর্মকর্তার বরাদ দিয়ে জানায়,“নাজমুল হোসেন শান্ত ওয়ানডে নেতৃত্বে আগ্রহ প্রকাশ না করায় আমরা নতুন অধিনায়ক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। মিরাজকেই আপাতত এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তার পারফরম্যান্স, নেতৃত্বের গুণাবলি এবং দলের সঙ্গে তার বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যতে মেয়াদ বাড়ানো হতে পারে।”

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স, ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং দলের মধ্যে কার্যকর সমন্বয় তৈরির দক্ষতার কারণেই মিরাজকে নেতৃত্বের উপযুক্ত হিসেবে বিবেচনা করেছে বিসিবি।

এর আগে টেস্ট এবং টি-টোয়েন্টি দলে ভিন্ন অধিনায়ক থাকলেও এবার ওয়ানডেতেও নতুন নেতৃত্ব আসছে। শ্রীলঙ্কার বিপক্ষে আগামী মাসের সিরিজ দিয়েই অধিনায়ক হিসেবে মিরাজের নতুন যাত্রা শুরু হবে বলে জানা গেছে।

এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটে এক নতুন কাঠামোর সূচনা হলো, যেখানে প্রতিটি ফরম্যাটে আলাদা অধিনায়ক থাকবেন—যা আধুনিক ক্রিকেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।