
গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি তদন্ত কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের দু’জন অতিরিক্ত সচিব। কমিটিকে পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করে দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।
এতে আরো বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনশৃঙ্খলা বজায় রাখা এবং যে বা যারা বেআইনি কর্মকাণ্ড ও সহিংসতার জন্য দায়ী; তাদেরকে আইনের আওতায় এনে জবাবদিহির মুখোমুখি করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।
প্রসঙ্গত, গতকার বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফেরার পথে পুলিশ-সেনাবাহিনী ও স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যকার সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন নিহত হয়। এদিন পুলিশ-সাংবাদিকসহ অন্তত ১৫ জনের আহত হয়েছেন বলেও জানা গেছে।
টিডিডি/ এসআর