'শেখ পালিয়েছিল পাকিস্তানে, আর শেখের বেটি ভারতে’, গোপালগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ১৫:৩২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘শেখ পালিয়েছিল পাকিস্তানে, আর শেখের বেটি পালিয়েছে ভারতে।’ বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ পৌরপার্ক এলাকায় এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এই শেখের বেটি বাংলাদেশকে ছারখার করার জন্য গোপালগঞ্জের নাম ব্যবহার করেছে। খোঁজ নিয়ে দেখেছি, গোপালগঞ্জের সাধারণ মানুষের জীবনমানের কোনো উন্নতি হয়নি। শেখ পরিবারের নাম ব্যবহার হয়েছে সবখানে, অথচ গোপালগঞ্জবাসীই বৈষম্যের শিকার। আর এই বৈষম্যের জন্য দায়ী শেখ হাসিনা।’
তিনি বলেন, ‘শেখের বেটিকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। গোপালগঞ্জবাসীর আর ভয় নাই। শেখ পরিবার দ্বারা যারা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, তাদের আর ভয় নেই। আমরা নতুন বাংলাদেশ গড়তে পদযাত্রা শুরু করেছি, আপনাদের দুয়ারে হাজির হয়েছি। শেখের নামে পরিবারতন্ত্রের রাজনীতি থেকে বেরিয়ে সত্যিকারের বাংলাদেশের জন্য রাজনীতি করছি।’
গোপালগঞ্জ ও বগুড়ার প্রসঙ্গ টেনে এনসিপি নেতা বলেন, ‘দেশের রাজনীতিতে যেমন গোপালগঞ্জ ও বগুড়ার অবদান আছে, তেমনি বৈষম্যের ইতিহাসও আছে। আমরা ব্যক্তি বা জেলার জন্য নয়, পুরো বাংলাদেশের জন্য রাজনীতি করতে চাই। তাই আহ্বান জানাই, বগুড়া-ফেনী-গোপালগঞ্জবাসী আসুন এনসিপির ছায়াতলে।’
সমাবেশ শুরুর আগে সেখানে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ। এ নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমাদের এখানে হামলা হয়েছে। পুলিশ নির্ভীকভাবে দাঁড়িয়েছিল। এসব নাটক আমরা হাসিনা আমলেও দেখেছি। নতুন বাংলাদেশে ভবিষ্যতে আমরা এ ধরনের নাটক দেখতে চাই না।
টিডিডি/ এএইচআর