ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতারের ভুয়া খবর যুবদল নেতা নয়নের ফেসবুকে

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ০২:৩৮

Thumbnail
ছবি- যুবদলনেতা রবিউল ইসলাম নয়ন

'লোহাগড়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার' শিরোনামে একটি ভুয়া ফটোকার্ড শেয়ার করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। ফটোকার্ডটিতে ব্যবহার করা হয়েছে অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম 'ঢাকা পোস্ট'-এর লোগো ও গ্রাফিক ডিজাইন। তবে যাচাই করে দেখা গেছে, ফটোকার্ডটি ভুয়া এবং বিভ্রান্তিকর। মূল সংবাদমাধ্যমে এর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে খবর প্রতিদিন’ নামের এই ভুঁইফোড় পেজটি থেকেই প্রথম পোস্ট করা হয়, যেখানে কোনো ধরনের বিস্তারিত তথ্য বা সংবাদের উৎস উল্লেখ ছিল না।এর কিছুক্ষণ পর নিজের ভেরিফায়েড একাউন্ট থেকে এই পোস্ট শেয়ার করেন যুবদল নেতা নয়ন।

Media Image যুবদল নেতার ফেসবুক পোস্ট

বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা পোস্টের গ্রাফিক্স ও লোগো ব্যবহার করে ‘খবর প্রতিদিন’ নামের একটি অনির্ভরযোগ্য পেজ থেকে রাত সাড়ে ১০টার দিকে ভুয়া ফটোকার্ডটি তৈরি ও প্রচার করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয় ' লোহাগড়ায় শিশুকে ধর্ষন করলো জামায়াত নেতা। হাতেনাতে আটক' যার বিস্তারিত কোনো সংবাদ পাওয়া যায়নি। উল্লেখযোগ্যভাবে, পেজটি থেকে নিয়মিতভাবে আওয়ামী লীগপন্থী প্রশংসামূলক পোস্ট শেয়ার করা হয়, অপরদিকে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন সময় ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়।

যুবদল নেতার শেয়ার করা পোস্টটি রিপোর্ট লেখা পর্যন্ত আড়াই হাজারের বেশি রিয়েকশন এবং ৯০০-এরও বেশি বার শেয়ার হয়েছে। ফলে নয়নের ফেসবুক পোস্টে অনেকেই বিষয়টিকে সত্য ধরে নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রসূত আলোচনা করছেন, যা সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে ভূমিকা রাখছে।

Media Image খবর প্রতিনিদ এর ফেসবুক পোস্ট

এদিকে ভূয়া খবর প্রচার করায় মানুষ সেটা দেখে বিভ্রান্ত হচ্ছে, জানাচ্ছেন প্রতিবাদও। হাফিজুল ইসলাম নামের একজন লিখেন, মাদ্রাসার ঘটনা কে জামাত বলে চালাই দিতেছে আমরা তো আগেই দেখছি এই খবর। ওয়বায়দুল্লাহ হাসান আবির নের এক ব্যক্তি অভিযোগ করে লিখেন, এই নিউজ ভুয়া, এটা রবিউল এর কাজ। মুহাম্মদ ইসমাইল হোসাইন রনি নামের আরেকজন লিখেন এত বড় একজন নেতা যদি আওয়ামী লীগের পেজ থেকে মিথ্যা তথ্য ছড়ায় তাহলে সাধারণ কর্মীরা কি করবে ভাবা যায়।

ঢাকা পোস্টে ১২ জুলাই একটি সংবাদ প্রকাশ পাওয়া যায় 'লোহাগাড়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার' শিরোনামে। যুবদল নেতা নয়নে ফেসবুক ফোটকার্ড সম্পর্কে জানতে চাইলে তিনি দ্যা ঢাকা ডায়েরিকে জানান, ফটোকার্ডটি ভুয়া। এই ধরনের কোনো খবর ঢাকা পোস্ট প্রকাশ করেনি।