শহীদ তরুয়ার জন্মদিনে বৃক্ষরোপণ ও মানবিক আয়োজন চবি ইতিহাস বিভাগের
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ২২:০৮

জুলাই গণঅভ্যুত্থানে ২৩ই জুলাই শহীদ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার জন্মদিন আজ। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে 'বৃক্ষরোপন ও পথশিশুদের খাবার বিতরণ' কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার(৩ই জুলাই) বেলা দুইটায় শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে আয়োজনটির শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. শামীমা হায়দার, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ জমালুল আকবর চৌধুরী, অধ্যাপক ড. সালমা বিনতে শফিক, সহকারী অধ্যাপক দেবাসিস কুমার প্রামাণিক, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বিভাগের প্রভাষক মো: নুরুল হামিদ কানন সহ ইতিহাস বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার স্মৃতিচারণামূলক বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করেন অধ্যাপক ড. শামীমা হায়দার।
আয়োজনের দ্বিতীয় অংশে সন্ধ্যা ৭ টায় শহীদ হৃদয় তরুয়ার সহপাঠীরা বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে পথশিশুদের মাঝে প্রায় শতাধিক খাবারের প্যাকেট বিতরণ করেন।
শহীদ হৃদয় চন্দ্র তরুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের জুলাই বিপ্লবে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে আন্দোলনরত অবস্থায় স্বৈরাচার সরকারের পেটুয়া বাহিনীর গুলিতে আহত হন। কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ২৩ই জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
প্রসঙ্গত, পটুয়াখালীর রতন তরুয়া ও অর্চনা রানী তরুয়ার সন্তান শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ২০০৩ সালের ৩রা জুলাই জেলা সদরের চরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পটুয়াখালী সরকারি জুবলি হাই স্কুল থেকে এসএসসি ও পটুয়াখালী সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।