কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসা দিতে হাইকোর্টের নির্দেশ
প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ১৭:৫০

কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের ঘটনায় তার নিরাপত্তা নিশ্চিতকরণ ও প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ওই নারীর নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৯ জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
এ ঘটনায় ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে ভুক্তভোগী নারীর বিবস্ত্র ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো– অনিক, সুমন, রমজান ও বাবু। সবাই মুরাদনগরের পাঁচকিত্তা এলাকার বাসিন্দা।