ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল জাপানের সোকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৩০ মে ২০২৫, ১৮:১৭

সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়।
শুক্রবার (৩০ মে) বিকেলে টোকিওতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যাপক ইউনূস।
সোকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবতার কল্যাণে তাঁর উদ্ভাবনী চিন্তা ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টাকে সম্মান জানাতেই এই উপাধি প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, ড. ইউনূসের জীবনদর্শন ও কর্মপন্থা শিক্ষার্থীদের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণার উৎস।
উল্লেখযোগ্য যে, এর আগে বিশ্বজুড়ে ৬০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। সোকা বিশ্ববিদ্যালয়ের এই স্বীকৃতি তাঁর আন্তর্জাতিক মর্যাদাকে আরও সমৃদ্ধ করল।