দায়রা আদালতেও জামিন পাননি সাবেক সিইসি হাবিবুল আউয়াল

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৫

Thumbnail
কাজী হাবিবুল আউয়ালের জামিন নামঞ্জুর

রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের জামিন আবেদন নামঞ্জুর করেছেন মহানগর দায়রা জজ আদালত।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নার্গিস ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

হাবিবুল আউয়ালের পক্ষে এদিন জামিন আবেদন করেন তার আইনজীবী তাপস চন্দ্র দাস। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী।

এর আগে গত ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন আদালতে হাজির করে তার তিন দিনের রিমান্ড আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয় এবং তখন থেকে তিনি কারাবন্দি রয়েছেন।

মামলাটি দায়ের করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনসহ দশম ও একাদশ জাতীয় নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ এনে তিনি ২২ জুন সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার—কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালসহ মোট ২৪ জনের বিরুদ্ধে মামলাটি করেন। পরবর্তীতে মামলাটিতে রাষ্ট্রদ্রোহ এবং প্রতারণামূলক বিশ্বাসভঙ্গের ধারা সংযুক্ত করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেন কাজী হাবিবুল আউয়াল। তার নেতৃত্বাধীন কমিশনের অধীনেই বিভিন্ন সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দায়িত্ব পালনকালে নানা বিতর্ক ও সমালোচনার মুখে থাকা এই কমিশন আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পর, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করে।