ঢাকা কলেজে এক শিক্ষার্থীর ব্যতিক্রমী উদ্যোগে ভ্রাম্যমাণ লাইব্রেরি

প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ১৫:৫৮

Thumbnail
ভ্রাম্যমাণ লাইব্রেরি। ছবি: দ্যা ঢাকা ডায়েরি
ঢাকা কলেজে এবার দেখা মিলেছে এক ব্যতিক্রমী উদ্যোগের ভ্রাম্যমাণ লাইব্রেরি। এ উদ্যোগের পেছনে রয়েছে কলেজটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী কামরুল হাসান। গতকাল (২৩ জুন) বিকেলে কলেজটির পুকুর পাড়ে এই লাইব্রেরি দেখা গিয়েছে। 
 
লাইব্রেরিটি সম্পূর্ণ ভ্রাম্যমাণ। অর্থাৎ কলেজ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এটি বসে। বইয়ের সংগ্রহে রয়েছে উপন্যাস, ইতিহাস, রাজনীতি, আত্মজীবনীসহ নানা ধরণের বই। শিক্ষার্থীরা চাইলে এখান থেকে বই কিনতেও পারেন। আবার বসে ফ্রিতে বই পড়তেও পারেন।
 
এই উদ্যোগ সম্পর্কে কামরুল হাসান বলেন, বর্তমানে দেখা যাচ্ছে দিনদিন পাঠক কমে যাচ্ছে। তাই এই উদ্যোগটি নিয়েছি যাতে করে ফ্রিতে বই পড়তে পারে এবং চাইলে কিনতেও পারে। এজন্য আমি 'বইচক্র' নামে অনলাইনে একটি প্লাটফর্ম তৈরি করেছি। যেখানে দেশি-বিদেশি নতুন এবং পুরাতন খুবই কমদামে বই পাওয়া যায়। একই সাথে দিনদিন বইয়ের সাথে ভালোবাসা বিনিময় করার জন্য ফ্রিতেও বই পড়ার সুযোগ করে দিচ্ছি। 
 
ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই লাইব্রেরি ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এসে বই পড়ছেন ও সংগ্রহ করছেন। এই ধরণের উদ্যোগ শিক্ষা ও পাঠাভ্যাস বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলেই মনে করছেন শিক্ষার্থীরা।