
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিংয়ে শিক্ষার্থীদের পরিবেশন করা হচ্ছে অস্বাস্থ্যকর, ময়লাযুক্ত ট্যাবের পানি। এতে চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, হলটিতে আবাসিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৫০ জন। পাশাপাশি ডাইনিংয়ে নিয়মিত খাওয়ান অনাবাসিক শিক্ষার্থীরাও। অথচ তাদের বিশুদ্ধ পানির জন্য রাখা হয়েছে মাত্র দুই লিটার ধারণক্ষমতার একটি ফিল্টার। এতে বিশুদ্ধ পানির সংকট প্রকট হওয়ায় বাধ্য হয়ে শিক্ষার্থীদের ট্যাবের পানি খেতে হচ্ছে, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করছে।
সম্প্রতি ছেলেদের দুইটি হলে ছয়টি করে মোট ১২টি ফিল্টার সরবরাহ করা হলেও সেগুলোর অনেকগুলোই নষ্ট। আবার প্রতিটি ফিল্টারের ধারণক্ষমতা মাত্র দুই লিটার হওয়ায় তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। ফলে শিক্ষার্থীরা বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হয়ে ট্যাবের ময়লা পানি খেতে বাধ্য হচ্ছেন।
আবাসিক শিক্ষার্থী মাইদুল ইসলাম বলেন, ‘হলে এত শিক্ষার্থী ডাইনিংয়ে খায়, অথচ ফিল্টার মাত্র দুই লিটারের। তাই কেউ ফিল্টারের পানি ব্যবহার করে না। আমাদের ট্যাবের পানি খেতে হয়, যেখানে ময়লা, বালি থাকে। এতে আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। হলের পানি নিরাপদ নয়, এটা খুবই দুঃখজনক।’
একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ‘হলের ডাইনিংয়ে খাবারের মানের পাশাপাশি নিরাপদ পানিরও সংকট রয়েছে। প্রায় ৩০০ জন শিক্ষার্থী খাওয়া-দাওয়া করে, কিন্তু দেওয়া হয়েছে মাত্র দুই লিটারের ফিল্টার। তাও ফিল্টারের পানি না দিয়ে দেওয়া হয় ট্যাবের পানি, যাতে ময়লা, বালি ও পাথর থাকে। এত প্রত্যাশার পর ফিল্টার বসানো হলেও এখন তার সুফল পাচ্ছি না। আমি ৬ তলায় থাকি, সেখানেও ফিল্টার আছে, কিন্তু সেখান থেকে পানিই বের হয় না। আমরা অনিরাপদ পানির ঝুঁকিতে আছি।’
এ বিষয়ে জানতে চাইলে হলের প্রভোস্ট ড. মো. কামরুজ্জামান বলেন, ‘আমি এখন হলের কোনো দায়িত্বে নেই।’