ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা সত্ত্বেও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতার প্রোপাগান্ডা

প্রকাশিত: ২২ জুন ২০২৫, ২০:০৭

Thumbnail
ছবি: সংগৃহীত
ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিন্দা জানালেও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার পোস্টের স্ক্রীনশট শেয়ার দিয়ে বাংলাদেশ কোনো বিবৃতি দেয়নি বলে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন।
 
রোববার (২২ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজস্ব ভেরিফাইড প্রোফাইলে এক পোস্টে তিনি  বাংলাদেশ সরকারকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ান। কিন্তু গত ১৩ জুন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেইজে নিন্দা বিবৃতি প্রকাশ করা হয়।
 
জাকির হোসাইন তার পোস্টে লিখেছেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ইরানের রাষ্ট্রপতিকে ফোন করে সমবেদনা ও উদ্বেগ জানিয়েছেন। বাংলাদেশের তথাকথিত অবৈধ সরকারের ফ্যাসিস্ট প্রধান উপদেষ্টা, মুসলিম বিশ্বের প্রভাবশালী মুসলিম শাসক ইরানের প্রতি এখনও সমবেদনা বা কোন বার্তা দিয়েছে কি? 
 
নিষিদ্ধ ছাত্রলীগের এই সাবেক নেতা আরও বলেন, ‘‘৯০% মুসলমানের দেশ বাংলাদেশের সরকার বা অন্য কেউ বিবৃতি দিল না প্রতিবাদে কোন মিছিলও বের হলো না, যেখানে ভারতের প্রধানমন্ত্রী হিন্দু হয়েও উদ্বেগ এবং দুঃখ প্রকাশ করেছেন!ম্যারিকা আর হিজরাঈলের কাছে ক্ষমতা হারানোর ভয়ে মহাজন গংরা সহ সবাই এখন চুপচাপ! কি এক্টা অবস্থা!’’
 
টিডিডি/ এএইচআর