বাংলাদেশে ‘রিপাবলিক বাংলা’ বন্ধে হাইকোর্টে রিট

প্রকাশিত: ২২ জুন ২০২৫, ১৫:০৬

Thumbnail
ছবি: সংগৃহীত
বাংলাদেশে ভারতীয় বাংলা টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বন্ধে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রোববার (২২ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি করেন আইনজীবী মাহমুদুল হাসান।
 
রিট আবেদনে বলা হয়েছে, ‘রিপাবলিক বাংলা’ চ্যানেলটি বাংলাদেশে হিন্দু-মুসলিম দাঙ্গা উসকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, যা দেশের সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। এই পরিস্থিতিতে চ্যানেলটির সম্প্রচার অবিলম্বে বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
 
এছাড়া, এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে একটি রুল জারিরও আবেদন করা হয়েছে। রিটে আরও বলা হয়, চ্যানেলটি অপরাধমূলক ষড়যন্ত্র করে চট্টগ্রামকে আলাদা করার প্রচেষ্টা চালাচ্ছে, যা রাষ্ট্রীয় অখণ্ডতার জন্য গভীর উদ্বেগের বিষয়।
 
এ বিষয়ে তথ্য ও সম্প্রচার সচিব, টেলিকম সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি সচিব এবং বিটিআরসি চেয়ারম্যানসহ মোট ছয়জনকে রুলের জবাবদিহির জন্য বিবাদী করা হয়েছে।
 
উল্লেখ্য, ‘রিপাবলিক বাংলা’ ভারতের রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের মালিকানাধীন একটি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল। চ্যানেলটি প্রায়ই যাচাইবিহীন, ভিত্তিহীন ও অতিরঞ্জিত তথ্য প্রচার করে বলে অভিযোগ রয়েছে। রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট প্রতিবেদন প্রচারের পাশাপাশি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য উপস্থাপনের অভিযোগও রয়েছে চ্যানেলটির বিরুদ্ধে।
 
টিডিডি/ এএইচআর