ডেঙ্গুতে মৃত্যু ১, নতুন আক্রান্ত ৩৫৩

প্রকাশিত: ২১ জুন ২০২৫, ১৭:৪৩

Thumbnail
প্রতীকি ছবি
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৫৩ জন নতুন রোগী। তাদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে।
 
শনিবার (২১ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৭ জন, চট্টগ্রামে ৭৬ জন, ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯ জন, দক্ষিণে ৪৩ জন, রাজশাহীতে ২৪ জন এবং খুলনা বিভাগে আক্রান্ত হয়েছেন আটজন।
 
এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৪১৩ জন ডেঙ্গুরোগী।
 
চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪২৯ জন। তাদের মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮ শতাংশ নারী। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ৫১৬ জন। আর প্রাণ হারিয়েছেন ৩১ জন।
 
টিডিডি/ এএইচআর