ইরানে ২১ হাজার সন্দেহভাজন গ্রেপ্তার

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫, ২০:৩৫

Thumbnail
ছবি: সংগৃহীত

জুন মাসে ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধের সময় ইরানি পুলিশ ২১ হাজার ‘সন্দেহভাজন’ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ইরানের আইন প্রয়োগকারী সংস্থার একজন মুখপাত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

১৩ জুন থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলার পর, ইরানি নিরাপত্তা বাহিনী ব্যাপক গ্রেপ্তার অভিযান শুরু করে। সন্দেহজনক আচরণ করছে বলে মনে করা হয় এমন যেকোনো ব্যক্তির বিষয়ে রিপোর্ট করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।

পুলিশের মুখপাত্র সাইদ মন্তাজেরোলমাহদি বলেছেন, “জনসাধারণের ফোনকলের সংখ্যা ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার ফলে ১২ দিনের যুদ্ধের সময় ২১ হাজার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

গ্রেপ্তারকৃতদের কী বিষয়ে সন্দেহ করা হয়েছিল তা জানাননি সাইদ। তবে তেহরান আগেও এমন তথ্য পাচারের কথা বলেছে যা ইসরায়েলি আক্রমণ পরিচালনায় সহায়তা করতে পারে।

ইসরায়েল-ইরান সংঘর্ষের ফলে ইরানে অবৈধভাবে থাকা আফগান অভিবাসীদের নির্বাসনের হারও বৃদ্ধি হয়েছে। সাহায্য সংস্থাগুলো জানিয়েছে যে স্থানীয় কর্তৃপক্ষ কিছু আফগান নাগরিককে ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করেছে। 

এইচটি। 

আরও পড়ুন