মৌচাকে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫, ১৯:২৩

Thumbnail
মৌচাকে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহ উদ্ধার

রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে রাখা একটি প্রাইভেট কার থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মরদেহ উদ্ধারকৃতদের বাড়ি নোয়াখালী জেলার চাটখিলে। তারা একই এলাকার বাসিন্দা। নিহতদের একজন জাকির, পেশায় গাড়িচালক এবং অপরজন মিজান।

সোমবার (১১ আগস্ট) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

তিনি জানান, রোববার (১০ আগস্ট) ভোরে ওই সাদা রঙের প্রাইভেট কারটি পার্কিংয়ে প্রবেশ করে এবং গাড়িটি পার্কিংয়ে ছিল।

সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের প্রধান নিরাপত্তারক্ষী সোমবার সকালে গাড়ির ভিতরে দুজনকে দেখে প্রথমে মনে করেন তারা ঘুমিয়ে আছেন। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বুঝতে পারেন তারা মৃত। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, গাড়িটির মালিক রোববার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে ওই গাড়িতে আসেন। মালিক একা চলে গেলেও গাড়ির চালক ও তার সঙ্গী ওই গাড়িতে অবস্থান করছিলেন।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সিআইডি ও অন্যান্য বিশেষজ্ঞরা তদন্তে নেমেছেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। গাড়ির মালিকও ঘটনাস্থলে আসবেন। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে আশা প্রকাশ করেন পুলিশ।