
নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনের সময় গুলিতে নিহত মিনারুল ইসলাম হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে তাঁকে হাজির করলে বিচারক এই আদেশ দেন।
রিমান্ডের আবেদন মঞ্জুর হওয়ায় রোববার ভার্চ্যুয়ালি শুনানির মাধ্যমে আইভীকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়। এরপর ২৭ মে তাঁকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জে এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হাসানের তত্ত্বাবধানে তদন্ত চলমান রয়েছে। মামলাটি দায়ের হয়েছিল গত বছরের ২৩ সেপ্টেম্বর, নিহত মিনারুল ইসলামের ভাই নাজমুল হকের দায়েরকৃত এজাহারে। মামলায় সেলিনা হায়াৎ আইভী ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ মোট ১৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়।
২০২৩ সালের ২০ জুলাই নারায়ণগঞ্জের আদমজী এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন মিনারুল ইসলাম। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন তাঁর দাফন সম্পন্ন হয়।
ডিবি পুলিশ ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে। পরে আদালতে হাজির করলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আইভীর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে চারটিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মিনারুল হত্যা মামলায় আগামী ২ জুন তাঁর জামিন শুনানির দিন ধার্য রয়েছে। গ্রেপ্তারের পর থেকে তিনি কাশিমপুর কারাগারেই আছেন।