২৩ আগস্ট ঢাকা আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার

প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৫, ১৮:৪৭

Thumbnail
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আগামী ২৩ আগস্ট তার ঢাকায় আসার কথা রয়েছে, আর ফিরবেন ২৪ আগস্ট।
 
জানা গেছে, ঢাকা সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার। 

এছাড়াও অন্যান্য কর্মসূচির পাশাপাশি ২৪ আগস্ট ইসহাক দার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই বৈঠকে দেশটির সঙ্গে অমিমাংসিত বিষয়গুলো আলোচনা হবে। 

এর আগে ঢাকা সফর করেন পাক পররাষ্ট্র সচিব আমনা বালুচ। সে সময় তিনি সাবেক পররাষ্ট্র সচিব জসীমউদদীনসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন।

 

টিডিডি/ এএইচআর