ইরানের সঙ্গে সব সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করল পাকিস্তান

প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ১৯:২৭

Thumbnail
সংগৃহীত
পাকিস্তান তাদের পাঁচটি সীমান্ত জেলা থেকে ইরানের সঙ্গে থাকা সব সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। তবে এই পদক্ষেপ বাণিজ্যিক কার্যক্রমে প্রভাব ফেলবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 
আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, বেলুচিস্তান প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বখশ পিরকানি বলেন, চাগাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ ও গাদার—এই পাঁচ জেলার সব সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। এসব জেলাই ইরানের সঙ্গে সীমানা ভাগ করে নিয়েছে।
 
চাগাই জেলার সীমান্ত কর্মকর্তা আতাউল মুনিম জানান, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে প্রবেশ আপাতত বন্ধ থাকবে। তবে পণ্যবাহী যান চলাচল ও বাণিজ্য অব্যাহত থাকবে।’
 
তিনি আরও জানান, ইরানে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে। আজকের মধ্যে প্রায় ২০০ জন পাকিস্তানি শিক্ষার্থী সীমান্ত পেরিয়ে দেশে ফেরার কথা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
 
 
টিডিডি/ এএইচআর/