আজ জাদুকরী কল্পনার জন্মদিন: জে কে রাউলিংয়ের ৫৯তম জন্মবার্ষিকী
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ১০:২৩

বিশ্বসাহিত্যের প্রভাবশালী কল্পকাহিনির নির্মাতা, ব্রিটিশ লেখিকা জে. কে. রাউলিং আজ ৫৯ বছরে পা রাখলেন। ১৯৬৫ সালের এই দিনে ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারের ইয়েট শহরে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর লেখা ‘হ্যারি পটার’ সিরিজ কেবল শিশু ও কিশোর নয়, বরং প্রজন্মের পর প্রজন্মকে বিস্ময় আর ভালোবাসায় মোড়ানো এক যাদুকরী জগতে ডুবিয়ে রেখেছে।
রাউলিংয়ের জীবন শুরু হয়েছিল এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে। কলেজজীবনে তিনি ফরাসি সাহিত্য ও ক্লাসিক্স নিয়ে পড়াশোনা করেন। কিন্তু জীবনের কঠিন বাস্তবতায় পড়ে গিয়েছিলেন দারিদ্র্যের চক্রে। মা’র মৃত্যুর শোক, সংসারের চাপ আর আর্থিক অনিশ্চয়তা—সব কিছুর মাঝেও তিনি হ্যারি পটারের কাহিনি গড়ে তুলতে থাকেন।
১৯৯৭ সালে প্রকাশিত হয় সিরিজের প্রথম বই Harry Potter and the Philosopher’s Stone। এরপরের গল্পটা ইতিহাস। ৮০টিরও বেশি ভাষায় অনূদিত বইগুলো বিক্রি হয়েছে ৫০ কোটির বেশি কপি। ‘হ্যারি পটার’ সিরিজ বিশ্বব্যাপী শিশু সাহিত্যকে দিয়েছে নতুন জীবন, বইপ্রেমীদের জন্য খুলে দিয়েছে এক বিশাল জাদুময় দরজা।
তবে রাউলিং কেবল একজন লেখিকা নন; তিনি একজন সমাজকর্মীও। দারিদ্র্যপীড়িত শিশুদের সহায়তায় গঠিত ‘লুমোস’ (Lumos) সংস্থার প্রতিষ্ঠাতা তিনি। পাশাপাশি নারী অধিকার, বাকস্বাধীনতা এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সামাজিক ইস্যুতেও সরব ভূমিকা রেখে চলেছেন।