জাবি উপাচার্যের পাকিস্তান সফর: একাডেমিক ও বৈজ্ঞানিক সহযোগিতা জোরদার প্রধান লক্ষ্য

প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ০৯:০৩

Thumbnail
ছবি: অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অ্যাকাডেমিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব শক্তিশালী করার লক্ষ্যে পাকিস্তান সফর করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

শনিবার (১৪জুন) জাবি জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপাচার্য ১৫জুন ভোরে ঢাকা ত্যাগ করবেন এবং ২১ জুন দেশে ফিরবেন।

উপাচার্যের এ সফর ওআইসি মন্ত্রিপর্যায়ের স্থায়ী বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা কমিটি (OIC-COMSTECH) এর আমন্ত্রণে অনুষ্ঠিত ‘বাংলাদেশের জন্য বিশেষ রেক্টরস মিটিং’-এ অংশগ্রহণ উপলক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশের শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনিয়র কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ১০ সদস্যের প্রতিনিধি দলের অংশ হিসেবে অধ্যাপক কামরুল আহসান লাহোর, ইসলামাবাদ ও মুর্রি’র বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

জাবি জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, “সফরের সময় উপাচার্য একাধিক সমঝোতা স্মারক (MoU) সই করবেন, যা অ্যাকাডেমিক ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এছাড়া অধ্যাপক কামরুল আহসান ‘বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং উন্নয়ন কৌশল’ এবং ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে উদ্ভাবনী পরিবেশ সৃষ্টি’ শীর্ষক দুটি বিশেষ প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণ করবেন।