গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারকৃত চার ছাত্রনেতার ১০ দিনের রিমান্ড আবেদন

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ১৭:৪০

Thumbnail
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশানে সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার চারজনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। 
 
রবিবার (২৭ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক মোখলেসুর রহমান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। বিকেলে আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।
 
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদাব, এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদ। গ্রেপ্তারের পর সংগঠন দুটি থেকে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
 
জানা গেছে, কিছুদিন আগে শাম্মী আহমেদের গুলশান-২ এর বাসায় গিয়ে পাঁচ যুবক নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। শাম্মী আহমেদ বাসায় না থাকায় তার স্বামীর কাছেই এই দাবি জানানো হয়। ভয়ভীতি ও হুমকির মুখে পরিবার তাদের ১০ লাখ টাকা দেয়। গতকাল (২৬ জুলাই) তারা আবার সেই বাসায় গিয়ে স্বর্ণালঙ্কার নিতে চাইলে বাসার লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ রিয়াদসহ চারজনকে আটক করে, তবে অভিযুক্ত কাজী গৌরব অপু পালিয়ে যান।
 
এ ঘটনায় শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর গুলশান থানায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন।
 
মামলার এজাহারে বলা হয়, ১৭ জুলাই আসামিরা বাসায় গিয়ে হুমকি দিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন। অপারগতা জানালে বাদীকে ‘স্বৈরাচারের দোসর’ বলে গ্রেপ্তারের হুমকি দেন তারা। পরে ১৯ জুলাই ফের বাকি টাকার জন্য গিয়ে একই ধরনের ভয়ভীতি দেখিয়ে ফিরে যান। ২৬ জুলাই ফের উপস্থিত হলে পুলিশ চারজনকে আটক করে থানায় নেয়। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে তাদের ১০ দিনের রিমান্ড প্রয়োজন।

 

টিডিডি/ এএইচআর