রাজশাহীতে যুবদল-ছাত্রদল নেতাসহ ৫৬ জনের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫, ১৭:২১

রাজশাহীতে যুবদল ও ছাত্রদলের দুই নেতাসহ ৫৬ জনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে নগরীর বোয়ালিয়া থানায় মোস্তাফিজুর রহমান নামের এক ডেভেলপার ব্যবসায়ী এই মামলা করেন। তাঁর প্রতিষ্ঠান ‘গ্রিন প্লাজা রিয়েল এস্টেট লিমিটেড’র পক্ষে তিনি এ মামলা দায়ের করেন।
মামলায় ৩৬ জনের নাম উল্লেখ করে এবং ১৮ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বাদী মোস্তাফিজ অভিযোগ করেন, আসামিরা তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।
এজাহারে প্রধান আসামি করা হয়েছে রাজশাহী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোজাদ্দেদ জামানী সুমন (৪৮) এবং দ্বিতীয় আসামি রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন (২৬)।
তবে অভিযুক্তরা অভিযোগ ভিত্তিহীন দাবি করে বিষয়টিকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলছেন। ছাত্রদল নেতা লিমন গণমাধ্যমকে জানান, এক ব্যক্তি মোস্তাফিজুর রহমানের কাছে ২৭ লাখ টাকা পাবেন এবং সেই সূত্রে তাঁরা থানায় বসে মীমাংসার চেষ্টা করছিলেন। থানার ওসির উপস্থিতিতে ফ্ল্যাট দেওয়ার বিষয়ে আলোচনা হয় বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, ‘এখন ষড়যন্ত্র করে মামলা দেওয়া হয়েছে।’
যুবদল নেতা সুমনও শুরুতে মোস্তাফিজুর রহমানকে চেনেন না দাবি করলেও পরে বলেন, “রাজনীতি করি, অনেকেই আসে। তবে চাঁদা দাবির অভিযোগ সত্য নয়।”
তাঁরা আরও বলেন, মোস্তাফিজ আওয়ামী লীগের রাজনীতির ঘনিষ্ঠ এবং স্বৈরাচারী শাসনের দোসর। তাঁরা অভিযোগ করেন, বিএনপির নেতা-কর্মীদের টার্গেট করে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল শনিবার তাঁরা সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।
এদিকে বাদী মোস্তাফিজের বিরুদ্ধে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগ রয়েছে। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি।
মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার এসআই শাহাদত হোসেন গণমাধ্যমকে বলেন, “মামলা দায়েরের দিন আমি বাইরে ছিলাম, শুধু এজাহার দেখেছি। পাঁচ দিনের প্রশিক্ষণে যাচ্ছি, ফিরে এসে তদন্ত শুরু করব।”
টিডিডি/ এএইচআর