যুবদল কর্মী হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ২১:৩৯

Thumbnail
ছবি: সংগৃহীত

গত বছরের জুলাই মাসে যাত্রাবাড়ীতে এক যুবদল কর্মী নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তারের পর তাকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহর আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের এক উপপরিদর্শক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত বছরের ১৮ জুলাই যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যার ঘটনায় এ মামলা দায়ের করা হয়।

চলতি বছরের ৬ জুলাই নোয়াখালীর বিএনপি নেতা আলাউদ্দিন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় এ মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ মোট ৪৬৭ জনকে আসামি করা হয়।

গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে বিএনপিপন্থী আইনজীবীদের একটি অংশ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। আদালতে শুনানি চলাকালে রাত ৮টা ৩১ মিনিটে বিদ্যুৎ চলে গেলে কিছু সময়ের জন্য কার্যক্রম বিঘ্নিত হয়। এরপর ৮টা ৩৬ মিনিটে বিচারক আদেশ দেন, এবং ৮টা ৪৬ মিনিটে পুনরায় বিদ্যুৎ সংযোগ ফিরে আসে।

টিডিডি/ এএইচআর