খুলনায় যুবদল নেতা মাহবুব হত্যা: আরও একজন গ্রেপ্তার
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ১৭:১৯

খুলনায় সাবেক যুবদল নেতা মাহবুব মোল্লা হত্যা মামলায় আলাউদ্দিন (২২) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৩ জুলাই) গভীর রাতে নগরীর পশ্চিম মহেশ্বরপাশা ও তেলীগাতি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আলাউদ্দিন ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।
এর আগে শনিবার (১২ জুলাই) রাতে একই মামলায় মো. সজল নামের আরেক যুবককে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে তিনি দুদিনের রিমান্ডে রয়েছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী গণমাধ্যমকে জানান, সজলের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের সময় সজল ও আলাউদ্দিন একসঙ্গে ছিলেন এবং তাদের কাজ ছিল খুনিদের তথ্য দেওয়া। তাদের তথ্যের ওপর ভিত্তি করেই মাহবুব মোল্লার ওপর গুলি চালানো হয়। মাথা ও মুখে গুলিবিদ্ধ হয়ে মাহবুব মাটিতে লুটিয়ে পড়লে খুনিরা মৃত্যু নিশ্চিত করতে তার পায়ের রগ কেটে ফেলে।
তিনি আরও জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া দুজনই হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এসব তথ্য যাচাই-বাছাই করে মূল খুনিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
টিডিডি/ এএইচআর